উপজেলা শিক্ষা অফিস
প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা শিক্ষা অফিস রয়েছে । সিটি কর্পোরেশনের আওতায় প্রশাসনিক ইউনিটকে থানা বলা হয় যে জন্য সেখানে থানা শিক্ষা অফিস বলা হয় । উপজেলা/থানা শিক্ষা অফিসের কাজ একই । থানা/উপজেলা শিক্ষা অফিস হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রাধিন মাঠপর্যায়ের একটি দপ্তর।
অত্র উপজেলা শিক্ষা অফিসের আওতায় ৭ টি ক্লাস্টার রয়েছে। ক্লাস্টার সমূহঃ ১)সদর ক্লাস্টার ২)মকা ক্লাস্টার
৩)সুবিদপুর ক্লাস্টার, ৪)উজিরপুর ক্লাস্টার, ৫)নোয়াগাঁও ক্লাস্টার,৬)সুজাতপুর ক্লাস্টার ও ৭)বিথঙ্গল ক্লাস্টার
বর্তমানে উপজেলায় ৩ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ১ জন হিসাব সহকারী, ১ জন ইউডিএ কর্মরত আছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS